সঠিক যত্ন ও প্রয়োজনীয় পুষ্টির অভাবে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। ফলে চুল যেমন দ্রুত ঝরে, তেমনি বাধাপ্রাপ্ত হয় এর বৃদ্ধিও। জেনে নিন ঘরোয়া যত্নে কিভাবে ভেঙে যাওয়া রুক্ষ চুলে ফেরাবেন প্রাণ।
- স্নান করার আধা ঘণ্টা আগে চুলে মাখন ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। ভেষজ শ্যাম্পু ও প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।
- অলিভ অয়েল সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
- আধা কাপ দইয়ের সঙ্গে ৩ টেবিল চামচ মধু ও একটি ডিমের কুসুম মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
- একটি কলা চটকে ১ চা চামচ মধু মিশিয়ে লাগান চুলে। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।
- ভিনেগারমিশ্রিত জল দিয়েও ধুয়ে নিতে পারেন চুল।
- মেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে নিন। নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।