বিনোদন

‘ভুল ভুলাইয়া’ সিক্যুয়েলে থাকবেন অক্ষয়

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েলে কার্তিক আরিয়ান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তবে শুরুতে শোনা গিয়েছিল, এর বিশেষ একটি চরিত্রের জন্য অক্ষয়কে প্রস্তাব করা হলে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তবে এবার পরিচালক আনেস বাজমি সিনেমাটিতে অক্ষয়ের অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। এই নির্মাতা বলেন, ‘অক্ষয় আমাদের সিনেমায় রয়েছেন সেজন্য আমি অনেক আনন্দিত। তার সঙ্গে এর আগে দুইটি সিনেমায় আমি কাজ করেছি এবং আমাদের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক রয়েছে। নতুন সিনেমার স্ক্রিপ্ট এখনো শেষ হয়নি। অক্ষয় কাজ করছেন বলে কার্তিকও অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।’