ভুটানের বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে কাতার ও ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এশিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। রবিবার নাবীব নেওয়াজ জীবনের জোড়া গোলে স্বাগতিকরা জিতেছে ৪-১ গোলে। অন্য দুটি গোল এসেছে বিপলু আহমেদ ও রবিউলের কাছ থেকে। ৩ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ‘ই’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে জয়ের তৃপ্তি স্বাগতিকদের।
সম্পর্কিত খবর
রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সালটা ২০১৭ সালের ২৫ আগস্ট। মায়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা থেকে রেহাই পেতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
রাষ্ট্রপুঞ্জে বাংলা ভাষাকে অন্তর্ভূক্ত করতে চায় বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাকে রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষার স্বীকৃতির লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী তথা আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তখনই সরকারের এই উদ্যোগের কথা জানান শেখ হাসিনা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির লক্ষ্যে […]
বাংলাদেশ–ভারতের নয়া নৌরুটে সমৃদ্ধির আশা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের সীমান্তরেখা লাগোয়া ভারতের সোনামুড়া স্থলবন্দর। এটির অবস্থান ত্রিপুরার পূর্ব–পশ্চিম প্রান্তে। দু’দেশের স্থলবন্দরের পাশেই ত্রিপুরা থেকে নেমে আসা গোমতী নদী।