দেশ

ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি সুপ্রিম কোর্টে

সোমবার থেকে আদালত চত্বরের মধ্যে আইনজীবীদের সব চেম্বার আপাতত সিল করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে এই প্রথম ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমেই চালানো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানিগুলো। দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, আইনজীবীরা যাতে বাড়ি থেকেই মামলার শুনানিতে উপস্থিত থাকতে পারেন, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিল্লি হাইকোর্ট–সহ দিল্লির সবকটি জেলা আদালতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের আইনি কাজকর্ম বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোনও মামলা হলে সেটা আগে টেলিফোনে রেজিস্ট্রার বা জয়েন্ট রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করে তারপর ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে শুনানি হবে। বিচারপতি বোবদে বলেন, ‘খুব তাড়াতাড়ি আইনজীবীদের সঙ্গে লিংক শেয়ার করা হবে এবং তাঁরা যে কোনও জায়গায় বসেই মামলার শুনানিতে সওয়াল করতে পারবেন। একমাত্র অতি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সিংয়ে।’‌ এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
কেরল হাইকোর্ট আগামী ৮ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ বন্ধ। শুধু মঙ্গলবার এবং শুক্রবার জরুরী মামলাগুলোর শুনানি হবে। তার মধ্যে ব্যক্তি স্বাধীনতা, জামিনের মতো মামলাই প্রাধান্য পাবে। ২৪ মার্চ বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হবে আদালত চত্বরে আইনজীবীদের চেম্বার। মঙ্গলবার বিকেলের মধ্যে আইনজীবীরা তাঁদের চেম্বার থেকে সব প্রয়োজনীয় নথি ও ফাইল সরিয়ে নিয়ে যেতে পারেন।