আগামীকাল ভালোবাসা দিবস। আমরা কে না চাই সঙ্গীর কাছে একটু ব্যতিক্রমীভাবে নিজের ভালোবাসার প্রকাশ ঘটাতে? জানেন কি আপনার ছোট কোনো উপহারও হতে পারে আপনার ভালোবাসা বোঝানোর ব্যতিক্রমী মাধ্যম? উপহার দিয়ে চমকে দিতে হলে উপহারেও আনা চাই ভিন্নতা। উপহার মানেই শুধু ফুল আর কার্ড নয়। তবে এটাও সত্য, ভালোবাসা প্রকাশের এমন ব্যতিক্রমী উপহার কেমন হবে তা নিয়ে পড়তে হয় দ্বিধা-দ্বন্দে। আজ তেমন কিছু উপহারের হদিস আপনাদের জানাবো। যে উপহার নিজেই জানান দেবে আপনার মনের কথা, মুখ ফুটে আর আপনাকে কিছু বলতেই হবে না।
ম্যাসাজ বা বিউটি ট্রিটমেন্টের কুপন- ভালোবাসা দিবস উপলক্ষে নামকরা বিউটি সেলুনগুলোতে বিভিন্ন প্যাকেজ থাকে। আপনার প্রিয় মানুষটাকে এ ধরনের কোনো প্যাকেজের কুপন উপহার দিতে পারেন।
কাস্টম মগ- নিজের সাথে প্রিয়জনের ছবি বা লেখা দিয়ে মগের ওপর প্রিন্ট করে নিতে পারেন। আপনি মনের মতো ছবি বা লেখা সরবরাহ করলে বিভিন্ন অনলাইন কোম্পানি এ ধরনের মগ তৈরি করে দেয়।
হার্ট শেপ কেক- বাজারে হৃদয়-আকৃতির অর্থাৎ হার্ট শেপের কেকের ছাঁচ কিনতে পাওয়া যায়। বাড়িতে এরকম একটি কেক বানিয়ে উপরে চকলেট সস ঢেলে জেমস বা চেরি দিয়ে সাজিয়ে নিতে পারেন। যদি চান কেকের ওপর লিখে ফেলতে পারেন মনের কথা।
বই- আপনার প্রিয় মানুষটা যদি বই পড়তে পছন্দ করেন কিংবা কোনো লেখকের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেই লেখেকের অটোগ্রাফসহ একটি বই তাকে উপহার দিতে পারেন।
ক্যামেরা- অনেকের খুব শখ থাকে ছবি তোলার। আপনার সঙ্গীর তেমন শখ থাকলে তাকে উপহার হিসেবে দিতে পারেন ভালো ব্র্যান্ডের ক্যামেরা।
গিটার- প্রিয়জন যদি গান-বাজনা করতে পছন্দ করেন তাহলে গিটার হতে পারে পারফেক্ট উপহার।
ক্যান্ডেল- যদি আপনারা বিবাহিত দম্পতি হয়ে থাকেন তাহলে ভালোবাসা প্রকাশের জন্য এই আইডিয়াটি চমৎকার। হার্ট শেপের খুব সুন্দর সুন্দর মোমবাতি অর্থাৎ ক্যান্ডেল পাওয়া যায়। সেই সঙ্গে পাওয়া যায় মাটির নানারকম পাত্র। এরকম মাটির পাত্রে জল দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিন। তারপর ক্যান্ডেলগুলো জলে ভাসিয়ে দিন। আপনার প্রিয় মানুষটা ঘরে ঢোকার আগে ঘর অন্ধকার করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিন। এমন চমৎকার আবহ থাকলে ভালোবাসা প্রকাশের জন্য আর কোনো ভাষার প্রয়োজনই পড়বে না।