আবার বাতিল হয়ে গেল বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের প্রস্তাবিত ভারত সফর। নেপথ্যে দিল্লির হিংসার ঘটনা। মুজিববর্ষের আমন্ত্রণ জানাতে সোমবার, ২ মার্চ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। সেই সফর স্থগিত রাখা হয়েছে বলে খবর। শিরিন শারমিন চৌধুরি জানান, মুজিববর্ষের বিশেষ দায়িত্বের কারণে এখন ভারত সফরে যেতে পারছেন না। আর সূত্রের খবর, দিল্লি হিংসার কারণেই বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের এই সফর বাতিল হয়েছে। এই ঘটনায় ভারতের মুখ পুড়েছে বলে মনে করা হচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এই বর্ষ উদযাপন করা হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়–সহ ভারতীয় অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরির নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলের ২ মার্চ দিল্লি সফরে যাওয়ার কথা ছিল। আগামী ৬ মার্চ পর্যন্ত তাঁরা দিল্লিতে থাকবেন বলে ঠিক হয়েছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়।
নরেন্দ্র মোদীর সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে আওয়ামি লিগের সভাপতিমণ্ডলীর সদস্য তথা ১৪ দলের জোটের মুখপাত্র মহম্মদ নাসিম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের ঋণ। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। আমরা মনে করি মুজিববর্ষে নরেন্দ্র মোদী অবশ্যই বাংলাদেশে আসবেন।’