ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করতে চায় চীন। ভারতীয় নৌবাহিনীর হাতে যে তথ্যপ্রমাণ এসেছে তাতে সেই আশঙ্কাই জোরাল হচ্ছে। ভারত মহাসাগরে ভারতীয় জলসীমার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করছে সাতটি চীনের রণতরী। নৌবাহিনীর নজরদারি বিমানে ধরা পড়েছে সেই ছবি।
গুপ্তচর বিমানে থেকে তোলা চীনের যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমান বহনকারী এক্সআইএএন–৩২ যুদ্ধজাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে টহল দিচ্ছে। পরে শ্রীলঙ্কার সমুদ্রের জলে প্রবেশ করে ওই জাহাজটি।
চীনের যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এবং উভচর যানও। মলক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগর এলাকার ২২টি দেশ নিয়ে তৈরি ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন। জলসীমায় ঢোকার সময়েই চীনের যুদ্ধ জাহাজগুলির উপর নজরদারি শুরু করা হয়। প্রতিটি চিনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।
২০০৮ সাল থেকেই সেখানে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা জারি রেখেছে বেজিং। এই অংশের সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। তবে কী কারণে ভারত মহাসাগরে টহল দিচ্ছে চীনের নৌসেনার যুদ্ধজাহাজ? এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছে নৌবাহিনীর আধিকারিকরা।