বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের আজকের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কলকাতায় ৩৪ বছর পরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার ব্যবধান পুঁজি করে ম্যাচের প্রায় শেষ পর্যন্তও জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ঠিক তখনই বাংলাদেশের হৃদয়ভঙ্গ। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে হেডে সমতাসূচক গোলটি করেন ভারতের আদিল খান। এর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সাদউদ্দিনের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক থেকে হেড করে গোল করে সাদ। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

You must be logged in to post a comment.