বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আগামীতে এই সম্পর্ক আরও গভীর হবে। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন ও হাসপাতালে প্রতিবন্ধী এবং দুস্থদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। বর্তমানে বাংলাদেশ-ভারতের সম্পর্ককে এক স্বর্ণালি অধ্যায় আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ভারতে বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ মানুষ আসে তার চেয়ে বাংলাদেশির সংখ্যা বেশি। গত বছর প্রায় ১৫ লাখ বাংলাদেশিকে ভারতের ভিসা দেওয়া হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ধারাও এক। আগামীতে দুই দেশের সম্পর্ক যাতে আরও গভীর হয় সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।

বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী প্রমুখ।
You must be logged in to post a comment.