খেলাধুলা

‘ভারত আর্মি’ অ্যাওয়ার্ডে মনোনীত সাকিব

ভারতের সবচেয়ে বড় ক্রিকেট ফ্যান গ্রুপ সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে ‘ভারত আর্মি’ অ্যাওয়ার্ড প্রদান করে প্রতিবছর। এবছরও তারা ‘ভারত আর্মি’ নামক এই পুরস্কার প্রদান করবে। তার জন্য চারজন ক্রিকেটারকে মনোনীত করেছে ফ্যান গ্রুপটি। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন ওই তালিকায়। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘ভারত আর্মি’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন সাকিব। ইংল্যান্ড বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে বাংলাদেশ অলরাউন্ডার করেন ৬০৬ রান। সঙ্গে নেন ১১ উইকেট। বিশ্বকাপে তিনি দুটি সেঞ্চুরির পাশাপাশি খেলেন পাঁচটি অর্ধ-শতকের ইনিংস। সাকিব আল হাসান ছাড়াও ভারত আর্মি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার বেন স্টোকস, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। উল্লেখ্য, ‘ভারত আর্মি’ পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় ভক্তদের ভোট গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটারে ভোট দিতে হবে এই চার ক্রিকেটারকে। যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই পাবেন এবারের ভারত আর্মি পুরস্কার। ভোট দেওয়ার জন্য সময় আছে আর চারদিন।