কড়া সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ঢাকা সফরে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশ তাঁর নিরাপত্তায় সবসময় রাখা থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। নওগাঁয় নতুন থানা ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে এতদিন যারা বিদ্রোহ দেখাচ্ছিল তাদের কাছেও বার্তা পৌঁছে গেল বলে মনে করা হচ্ছে।
মোদীর সফর ঘিরে কোনও অরাজকতার সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে দমনেরও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান জানান, হত্যাকাণ্ড বন্ধের বিষয়টি নিয়ে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সীমান্তে কথা বলেছেন। সীমান্তে হত্যাকাণ্ড জিরো টলারেন্সে নিয়ে যাওয়ার জন্য বিজিবি এবং বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে।
মুজিববর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আগমনের খবরে আনন্দিত বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান তথা বিরোধীদলের নেতা জিএম কাদের। তিনি মুজিববর্ষে ভারতের জনগণ এবং সরকারের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সফরসঙ্গীদের বাংলাদেশে স্বাগতম জানান।