পথ দুর্ঘটনার বলি হলেন প্রখ্যাত এক ভারতীয় চিকিৎসক। আর এই পথ দুর্ঘটনাটি ঘটল দুবাইয়ে। মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। গাড়িটি উলটে গিয়ে আগুন ধরে যায়। আর তাতেই দগ্ধ হয়ে মারা যান এই বিশিষ্ট চিকিৎসক।
মৃতদেহ শনাক্ত করে দেখা যায় তিনি প্রাইমকেয়ার ক্লিনিকের অন্যতম পার্টনার এবং স্পেশ্যালিস্ট ইনটারনিস্ট ডা. জন মার্শাল স্কিনার (৬০)। জুমেইরা ভিলেজ সার্কেলে নিজের বাড়ি থেকে বেরিয়ে ক্লিনিকে যাচ্ছিলেন তিনি। দুবাই পুলিশ সূত্রে খবর, পৌনে ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডা. স্কিনারের আদি বাড়ি তিরুঅনন্তপুরমে। ২০ বছর তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে প্র্যাকটিস করছেন।
প্রাইমকেয়ারের স্পেশ্যালিস্ট নিউরোলজিস্ট ডা. শশীকুমার কাল্লিভালাপ্পিল জানান, আমিরশাহীর অন্যতম সেরা চিকিৎসক ছিলেন ডা. স্কিনার। ১৬ বছর ধরে তিনি প্রাইমকেয়ারে ছিলেন। ডায়াবিটিজে তাঁর স্পেশ্যালাইজেশন আছে। তিনি একজন উত্সর্গীকৃত চিকিৎসক ছিলেন। তাঁর স্ত্রী সিসি মার্শালও একজন ডাক্তার। আর তাঁদের দুই সন্তানও বাহরিনে মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন।