নাগরিকত্ব আইনটির বিরোধীতা করে টুইট করেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এরই মধ্যে সেই টুইট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে নুসরাত লেখেন, লোকসভায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করে ভোট দেয়ার পরে আমি এনআরসির বিরুদ্ধে আমাদের নেতার (মমতা) সঙ্গে রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছি। আমি চাই, সবাই শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করুক। জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা এর বিরোধিতা করুন, তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না।
এদিকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করছেন। বেশ কিছুদিন ধরে রাস্তায় থেকে প্রতিবাদ মিছিল করছেন মমতা।