দেশ

ভর্তুকিহীন সিলিন্ডার এখন ৭২৫.‌৫০ টাকা

বছরের শেষ মাসের প্রথম দিনেই একবারে ১৯.‌৫০ টাকা বেড়ে গেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৭২৫ টাকা ৫০ পয়সা। নভেম্বর মাসে একইভাবে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে চার মাসে মোট ১২৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। গত মাসে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৭০৬ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভর্তুকির পরিমাণও। পুজোর আগে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ১২.৫ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছিল।
শুধু রান্নার গ্যাস সিলিন্ডারই নয়, বাণিজ্যিক কারণে ব্যবহৃত সিলিন্ডারের দামও ১৭ টাকা বেড়ে হয়েছে ১২৭৫.‌৫০ টাকা। সবজি, মাছ, মাংসের দাম বাড়ছে হু হু করে বাড়ছে। ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এই পরিস্থিতির মাঝে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের শুরু থেকে কার্যকর নয়া দাম। পেঁয়াজের দাম রেকর্ড স্পর্শ করেছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠতে শুরু করেছে।