বিনোদন

বয়সের পার্থক্য নিয়ে কথা বলেছেন নিক

জনপ্রিয় তারকা জুটিদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার। দিন যত যাচ্ছে তাঁদের প্রেমও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেকোনো বিষয়েই প্রিয়ঙ্কাকে সমর্থন করেন নিক। এবার প্রিয়ঙ্কার সাথে নিজের বয়সের পার্থক্য নিয়ে নিক মুখ খুললেন। প্রিয়ঙ্কার বয়স ৩৭। নিকের বয়স ২৭। তাতে যদিও ‘ডোন্ট কেয়ার’ নিক জোনাসের। নিকের কাছে ‘ইটস কুল’।

এক রিয়েলিটি শো-তে নিক এবং তার বয়সের ফারাক নিয়ে গায়ক কেলি জনসন মজা করতে শুরু করেন। নিকের থেকে তিনি এক যুগ বড়— কেলির এই মন্তব্যে তাকে থামিয়ে দিয়ে নিক বলেন, “আমার স্ত্রীর বয়সও ৩৭, অ্যান্ড ইটস কুল।” বয়স যে তার কাছে সংখ্যামাত্র নিকের কথায় সে আভাসই মিললো।

গত বছর এক সাক্ষাৎকারে নিক এবং তার বয়সের ফারাক নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রিয়ঙ্কাকে। প্রিয়ঙ্কা বলেছিলেন, দ্বিচারিতা করা কিছু মানুষের স্বভাব। যখন কোনও স্ত্রী তার স্বামীর থেকে ১০ বছরের ছোট হয়, আমাদের কাছে তা স্বাভাবিকই মনে হয়। কিন্তু উল্টোটা হলেই ভুরু কুঁচকে যায় আমাদের।

এর আগে এক সাক্ষাৎকারে নিকের সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে প্রিয়ঙ্কা বলেন, এ বিষয়ে সবাই অনেক আজেবাজে কথা বলেছে এবং এখনো বলছে। আমার খুব মজা লাগে যখন এর উল্টোটা হয়, অর্থাৎ স্বামীর বয়স বেশি ও স্ত্রীর কম, তখন তা নিয়ে কেউ কথা বলে না। বরং, সবাই এটা পছন্দ করে।

২০১৮-র ডিসেম্বরের হিন্দু এবং খ্রিস্টান রীতি মেনে নিক-প্রিয়ঙ্কা বিয়ে করেন। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে কম জলঘোলা হয়নি সে সময়। মিমে ছেয়ে গিয়েছিল ফেসবুকের দেয়াল। হয়েছিল ট্রোলিংও। তাতে যদিও পাত্তা দেননি তারা।