জমিয়ে ক্রিসমাস সেলিব্রেশন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সেলিব্রেশনে তার সঙ্গে যুক্ত ছিলেন স্বামী নিক জোনাস ও তার পরিবার। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দুজনেই সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাস সেলিব্রেশনের বেশকিছু ছবি শেয়ার করেছেন। নিকের সঙ্গে বাড়িতে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে দুটো ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটা আপনার আমার সকলের খুশির ক্রিসমাস। প্রিয়াঙ্কার পোস্ট করা ক্রিসমাসের সেলিব্রেশনের ভিডিওতে বরফের মধ্যে প্রিয়াঙ্কা ও নিককে দেখা যাচ্ছে। এমন সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য নিককে ধন্যবাদ জানাতেও ভোলেননি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পোস্ট থেকে আরো জানা যাচ্ছে, এবছর ২০১৯-এর ক্রিসমাস সেলিব্রেশনে নিকের পরিবারের পাশাপাশি হাজির ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়াও।
ক্রিসমাস উপলক্ষে নিক জোনাস স্ত্রীকে একটি স্নোমোবাইল উপহার দিয়েছেন। অন্যদিকে প্রিয়াঙ্কা ও নিক জোনাস তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড়দিন উদযাপনের বেশ কিছু ছবি ভক্তদের জন্য পোস্ট করেছেন। তাতে দেখা যায়, উপহার পাওয়া স্নো মোবাইলে বসে আছেন হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ব্যাট মোবাইল যুগে সান্তা এসেছেন। আহ! আমার স্বামী আমাকে ভালো চেনেন। থ্যাঙ্ক ইউ বেবি! আমি তোমাকে ভালোবাসি।’