রাজ্য

বোমার আতঙ্কে জরুরী অবতরণ

তখনও কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দর থেকে কিছুক্ষণ পরে উড়ে যাওয়ার কথা দিল্লির উদ্দেশ্যে। তখনই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। বিমানে বোমাতঙ্কের জেরে মুম্বইগামী একটি বিমান ১১৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করল কলকাতা বিমানবন্দরে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় শহরজুড়ে। এক মহিলার এই কাণ্ডের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, এক তরুণী যাত্রী বিমান সেবিকাকে ডেকে হাতে একটি চিরকুট দেন। আর বলেন, এটা ক্যাপ্টেনকে দিন এখনই। চিরকুট হাতে পেয়ে, তা খুলে পড়ে পাইলটের চক্ষু চড়কগাছ। কারণ সেখানে লেখা রয়েছে— ‘আমার শরীরের মধ্যে বোমা ভরে এনেছি।’‌ ওই যাত্রীর এহেন কথা শুনেই তড়িঘড়ি বিমানটিকে ফের অবতরণ করানো হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সিআইএসএফ জওয়ানরা। আসে দমকল। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। বিমানটিকে ঘিরে ফেলে সব যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়। তন্নতন্ন করে খোঁজা হয় গোটা বিমান। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া মেলেনি। এরপরই অভিযোগকারী ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, বোমার ভুয়ো আতঙ্কই ছড়িয়েছেন ওই যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ এনএসসিবিআই থানার হাতে তুলে দেন ওই যাত্রীকে। রাতেই গ্রেপ্তার করা হয় সল্টলেকের বাসিন্দা ২৩ বছরের ওই তরুণীকে। মাত্রারিক্ত মদ্যপান করে বিমানে উঠেছিলেন ওই তরুণী। মদের ঝোঁকেই বোমার আতঙ্ক ছড়ান। সল্টলেকের বিএফ ব্লকের বাসিন্দা ওই তরুণী বিবিএ’‌র ছাত্রী। বাবা ব্যবসায়ী। ওই তরুণীর হবু স্বামী থাকেন মুম্বইয়ে।