এবার উত্তপ্ত মদনের কামারহাটি। এলাকা দখলকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কামারহাটি। ৬ নম্বর ওয়ার্ডের দাশুর বাগান এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে। বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় সমাজবিরোধীরা। ভাঙচুর করা হয় গাড়ি। ঘটনাস্থলে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকেও। পরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকাজুড়ে কার্যত অঘোষিত কার্ফু জারি হয়েছে।
ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, দাশুর বাগান এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন থেকে কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কালামুদ্দিন আনসারি গোষ্ঠীর সঙ্গে আনোয়ার আনসারী গোষ্ঠীর সংঘাত চলছিল। এদিন পরিস্থিতি আরও অবনতি হয়। মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে যুযুধান দু’পক্ষ। দফায় দফায় বোমাবাজি চলে। রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরবাইক এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, সমাজবিরোধীদের হাত থেকে রেহাই পাননি পুলিশকর্মীরাও। তাঁদের লক্ষ্য করে হামলা চলে। এএসআই পদমর্যাদার এক আধিকারিক জখম হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ পাঠানো হয়। ঘটনাস্থলে হাজির হন স্বয়ং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ততক্ষণে অবশ্য এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে আতঙ্কে এলাকার দোকানপাট বন্ধ।