বিনোদন

বোনের সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন অমৃতা

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার বোন মালাইকার। মালাইকা-আরবাজের বিচ্ছেদের পরও অমৃতা অরোরার সঙ্গে আরবাজের সম্পর্ক বেশ ভালো। আরবাজ এবং অমৃতা এখনো দুজন দুজনের ভাল বন্ধু। দুজনকে একসঙ্গে মাঝে মধ্যে দেখাও যায়। যা নিয়ে কম জল্পনা হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকার বোন অমৃতা। সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাতকারে হাজির হন অরোরা সিস্টার্স। মালাইকা এবং অমৃতা যখন একসঙ্গে হাজির হন সেই সময় আরবাজ খানের প্রসঙ্গ স্বভাবতই উঠে আসে। মালাইকা-আরবাজের বিচ্ছেদের সময় ভাল বন্ধু হয়েও অমৃতা কেন বাধা দেননি? এ বিষয়ে প্রশ্ন করা হলে অমৃতা বলেন, তিনি দু’জনকেই বোঝানোর চেষ্টা করেছিলেন । সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। অমৃতা আরো বলেন, বোনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও আরবাজ তার ভাল বন্ধু। এমনকি আরবাজকে তার পরিবারে এখনো পর্যন্ত ছেলের মতো করেই ভালবাসা হয়।

আরবাজ তার সন্তানের বাবা তাই তার সঙ্গে অরোরা পরিবারের সদস্যদের ভাল সম্পর্ক থাকবে তা অস্বীকার করার কোনও জায়গা নেই বলে জানান মালাইকা অরোরা।