রাজ্য

বেজায় চটলেন রাজ্যের শিক্ষামন্ত্রী

কলকাতা বিস্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জন্য বেজায় চটলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারণ বাগদেবীর আরাধনার দিন পরীক্ষা রেখেছিল বিশ্ববিদ্যালয়! যা সচরাচর দেখা যায় না। এ হেন নির্ঘণ্টে প্রবল চটেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের নাম না করেই তাঁর দাবি, ‘বেশ কয়েকজন পড়ুয়া ও আমাদের ছাত্র সংগঠনের (টিএমসিপি) প্রতিনিধিরা এসে জানিয়েছে যে সরস্বতী পুজোর দিন বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা ফেলেছে। আমি অবাক হয়ে যাচ্ছি সরস্বতী পুজোর দিন কী করে পরীক্ষা হয়? উচ্চশিক্ষা দপ্তরকে বলেছি, যেসব বিশ্ববিদ্যালয় সরস্বতী পুজোয় পরীক্ষা রেখেছে তাদের নির্ঘণ্ট সংশোধনের কথা বলতে হবে।’
সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, যাঁরা এই সব করেন, তাঁরা কি ক্যালেন্ডার না দেখেই কাজ করছেন! এবার ২৯ জানুয়ারি পুজো শুরু। ৩০ তারিখে শেষ হচ্ছে। কোনও আলোচনা ছাড়াই সরস্বতী পুজোর দিন পরীক্ষা ফেলে দেওয়া হচ্ছে! বাস্তববোধের বড়ই অভাব।
এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায়ের জানান, আমরা সবকিছু দেখেই ২৯ জানুয়ারি পরীক্ষার দিনক্ষণ ঠিক করেছিলাম। তখন ৩০ এবং ৩১ জানুয়ারি সরস্বতী পুজোর সরকারি ছুটি ছিল। পরে তিথি বদল হয়। আমরা ২৯ তারিখের পরীক্ষা বদল করে ১২ ফেব্রুয়ারি দিন ঠিক করছি।
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত শতাধিক কলেজে ২৯ জানুয়ারি প্রথমার্ধে বিকম (অনার্স ও জেনারেল) পঞ্চম সেমেস্টার অ্যাডভান্সড বিজনেস ম্যাথস এবং দ্বিতীয়ার্ধে বিকম (অনার্স ও জেনারেল) তৃতীয় সেমেস্টারের ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের পরীক্ষা হওয়ার কথা ছিল।