অর্থনীতি আন্তর্জাতিক

বেকারত্বের দরখাস্ত ৬৬ লাখ

করোনার জেরে মৃত্যুমিছিল ট্রাম্পের দেশে। তারই মধ্যে আমেরিকায় ৬৬ লাখ মানুষ বেকার ভাতার দরখাস্ত করেছেন বলে খবর। ফলে করোনা ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমেরিকায় বোঝা যাচ্ছে। দেশজুড়ে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে, বহু মানুষের চাকরি যাওয়ার ফলে মার্চের ২৮ তারিখ বেকারত্ব বেড়ে হল ৩০ থেকে ৬০ লক্ষ‌!‌
একটি তথ্য প্রকাশ্যে এসেছে। তা হল— গত ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত আমেরিকায় ৩৩ লাখ মানুষ বেকার ভাতার দরখাস্ত করেছেন। এটি আমেরিকার ইতিহাসে সর্বকালীন রেকর্ড। প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে। ফলে আমেরিকার এই বেকার সংখ্যা কোথায় গিয়ে থামবে তাও কেউ বলতে পারছেন না।
করোনার জেরে এখন আমেরিকায় বাণিজ্যিক কাজকর্ম বন্ধ। সাধারণ মানুষের বেশিরভাগ অংশ লকডাউনে রয়েছে। মোটরগাড়ি কোম্পানিগুলির কারখানা বন্ধ রয়েছে। বেকারত্বের সংখ্যা ছিল সর্বনিম্ন, অথচ করোনার কারণে এখন তা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড–১৯–এর মৃত্যুর সংখ্যা ছাপিয়ে গিয়েছে চীনকেও। করোনায় আমেরিকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।