বিনোদন

বেঁকে বসেছেন লক্ষ্মী

মুক্তির আগেই ‘ছপাক’ বিতর্কে জড়িয়েছে তার কেন্দ্রীয় চরিত্রের জন্য। অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। ‘ছপাক’ পরিচালনা করছেন মেঘনা গুলজার। পরিচালক যখন ছবিটি তৈরির সিদ্ধান্ত নেন তখন লক্ষ্মীর সঙ্গে তিনি কথাও বলেন। এরপর প্রযোজক ও পরিচালক মোট ১৩ লক্ষ টাকায় বিনিময়ে তার গল্পটি পর্দায় তুলে আনার কথা বলেন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালকে কপিরাইটের জন্য তারা ১৩ লক্ষ টাকা দেন। প্রথমে কিছু বলেননি লক্ষ্মী। তিনি টাকা পেয়ে খুশিই ছিলেন। কিন্তু এখন তিনি বেঁকে বসেছেন। তিনি এখন তার জীবনের গল্প পর্দায় দেখানোর জন্য আরও বেশি টাকা দাবি করছেন।

এদিকে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও। এমন সময় লক্ষ্মীর এমন দাবিতে সমস্যায় পড়েছেন ছবির নির্মাতারা।