২৬ ডিসেম্বর হতে চলেছে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু আকাশ পরিষ্কার না থাকলে পরের সূর্যগ্রহণ দেখতে হবে ২০২০ সালের ২১ জুন। এই রাজ্যের কলকাতায় সূর্যের ৪৫ শতাংশ চঁাদের আড়ালে ঢাকা পড়বে। শিলিগুড়ি ও কোচবিহারের ৩৫ শতাংশ এবং দার্জিলিঙেরও ৩৫ শতাংশ চঁাদের আড়ালে ঢাকা পড়বে। কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৮টা ২৭ মিনিটে এবং শেষ হবে সকাল ১১টা ৩২ মিনিটে। কেন্দ্রীয় সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানান, সকাল ৯টা ৫৩ মিনিটে সর্বোচ্চ ৪৫ শতাংশ ঢাকা পড়বে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ২৬ ডিসেম্বর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে বঞ্চিত হতে পারেন কলকাতাবাসী।
দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য যে সব শহরের ওপর দিয়ে এবারের এই বলয়গ্রাসের পথ যাবে, সেগুলি হল কন্নৌর, কোয়েম্বাটুর, কোঝিকোড়, মাদুরাই, মেঙ্গালুরু, উটি এবং তিরুচিরাপল্লি। চঁাদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে আসে, তখন সূর্যগ্রহণ হয়। যখন চঁাদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তখন পূর্ণগ্রাস হয়। কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে চঁাদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না। বেশিরভাগ অংশটাই ঢাকা পড়ে। এক্ষেত্রে সূর্যের বাইরে একটি গোলাকার আলোকিত ‘রিং’–এর মতো অংশ ঢাকা পড়ে না। এটাকে বলা হয় ‘রিং অফ ফায়ার’।
২০২০ সালে যে বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে তার পথটাও উত্তর ভারতের কিছু অংশের ওপর দিয়ে যাবে। ২৬ ডিসেম্বর বলয়গ্রাসের পথটা মূলত কর্নাটকের সামান্য অংশ এবং কেরল ও তামিলনাডুর কিছুটা অংশে পড়ছে। তবে খালি চোখে গ্রহণ দেখা কিন্তু একেবারেই ঠিক নয়। চোখের বড় ক্ষতি হতে পারে।