রাজ্য

বৃহন্নলাদের অত্যাচারে মৃত্যু একরত্তির

শিশুদের কোলে তুলে নাচানোর পন্থায় বিরাম টানেননি বৃহন্নলারা। এবার ঝাড়গ্রামে যে ঘটনা ঘটল, তা সবাইকে অবাক করে দিয়েছে। বাবা–মায়ের আপত্তি উড়িয়ে অসুস্থ শিশুকে নিয়ে নাচানোর ফলে শ্বাসকষ্টে মৃত্যু হল দেড় মাসের একরত্তির। তিন বৃহন্নলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বৃহন্নলাদের অত্যাচারের জেরেই অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি। শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের শিলদায় শুক্রবার সকালে চন্দন খিলারের বাড়িতে আসেন কয়েকজন বৃহন্নলা। তাঁর সদ্যোজাত সন্তানের জন্মের খবর পেয়েই চড়াও হয়েছিলেন তারা। শিশুকে নিয়ে নাচানোর জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। রাজি না হলে জোর করে খিলার দম্পতির ওপর চড়াও হয় ওই বৃহন্নলারা। গত ৪ ডিসেম্বর যমজ পুত্র সন্তানের জন্ম দেন চন্দন। যমজদের একজনের হার্টে সমস্যা দেখা দেয়। জন্মের পর থেকেই ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিল সুমন নামে ওই শিশুটি। চলতে থাকে চিকিৎসা। দিন কুড়ি আগে সুস্থ হয়ে ওঠে ওই শিশুটি। তারপরই তাকে বাড়ি নিয়ে ফেরে খিলার দম্পতি। পরিবারের আপত্তি উড়িয়ে সুমন খিলার নামে ছোট্ট শিশুটিকে উঠোনের মধ্যে কোলে তুলে মেতে উঠেছিলেন। তখনই অসুস্থ হয়ে পরে শিশুটি।
পুলিশ সূত্রে খবর, বারবার না করা সত্ত্বেও শিশু দুটিকে নিয়ে নাচানাচি করেন তারা। এরপরই একরত্তি সুমন ফের অসুস্থ হয়ে পড়ে বলে দাবি করেছেন বাড়ির লোকেরা। তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। তিনজন বৃহন্নলাকে গ্রেপ্তার করা হয়েছে।