লিড নিউজ

বুক চিতিয়ে লড়াই করার বার্তা মমতার

বৃহস্পতিবার রাজাবাজারের মিছিল থেকে তিনি বলেছিলেন, জীবন দিয়ে অধিকারের লড়াই চালিয়ে যাবেন। আর আজ বললেন, ‘‌ভয় পাবার কারণ নেই। আপনাদের চিন্তা আমার মাথায় দিয়ে দিন, আমি সামলে নেব।’‌ হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নৈহাটিতে শীতকালীন অনুষ্ঠানের উদ্বোধনে এসে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্‍সবের সূচনা। করে তিনি বলেন, ‘‌সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কারণ নেই।’‌ লোকসভা ভোটের পর উত্তর ২৪ পরগনায় হাতছাড়া হতে বসা পাঁচটি পুরসভা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল। রাজনৈতিক কৌশলগত যুদ্ধে বিজেপিকে হারানোর তৃপ্তিও রয়েছে। সেখানে এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূল কর্মীদের বুক চিতিয়ে লড়াই করতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, কাঁচরাপাড়া এবং হালিশহরের রং ফের নীল সাদা হয়েছে। শীতকালীন উত্‍সবে তারই ধন্যবাদ জ্ঞাপন করে মমতা জানান, রেশন কার্ড ভোটার কার্ডের লিস্টে নাম ঠিক রাখুন। গরীব ধনী সবার একই অধিকার। নাগরিকত্ব নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি। জনগনের ক্ষতি হবে এমন কাজ করব না। একসময় আধার প্যান নিয়ে ভয় দেখিয়েছিল। কাউকে দেশ ছাড়তে দেব না, আন্দোলন চলছে চলবে। আপনাদের চিন্তা আমার মাথায় দিয়ে দিন, আমি সামলে নেব।