Sikim is still now out of touch from COVID-19. CM Prem Singh Tamang blocked to entry any tourist from country or outside the country.
আন্তর্জাতিক

বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ!‌

পাকিস্তান আছে পাকিস্তানেই!‌ তাই নমাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১৫ জনের। জখম আরও কমপক্ষে ২০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাংশের বালোচিস্তান প্রদেশের কোয়েট্টা সংলগ্ন স্যাটেলাইট শহরে। মৃতদের মধ্যে আছেন একজন বালোচ পুলিশের ডিএসপি আমানুল্লাহ্‌ এবং একজন চিকিৎসকও। তৈরি হয়েছে আতঙ্কও।
বালোচিস্তানের পুলিশ প্রধান মহসিন হাসান বাট জানান, প্রদেশের প্রধান শহর কোয়েট্টা সংলগ্ন একটি ছোট শহরতলিতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় বাকিদের। আহত অনেকে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে এখনও আশঙ্কা রয়েছে।
এখানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অনেকে বলে অনুমান পুলিশের। বিস্ফোরণের পরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এলাকায় মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়। কীভাবে বিস্ফোরণ হল তা নিয়েও এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা তা খোঁজ দিয়ে দেখছে তারা।