সাদা বালির তটে বিলাসবহুল বাংলো। সামনেই রয়েছে সুইমিংপুল। তার সামনেই নীল সমুদ্র। সকাল-বিকেল সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী থাকার স্বপ্ন থাকে সবার। অক্ষয় কুমারেরও সেই স্বপ্ন ছিল। সদ্য তিনি সেই স্বপ্নপূরণ করেছেন। গোয়ায় সমু্দ্রের কাছেই কিনেছেন একটি বিলাসবহুল বাংলো।
কাজের ব্যস্ততার ফাঁকে বলিউডের অনেক তারকাই গোয়ায় ঢুঁ মেরে আসেন। এবার অক্ষয় সেখানে পাকাপাকিভাবে নিজস্ব বাংলো কিনলেন। ঐতিহ্যবাহী পর্তুগিজ স্টাইলের বাংলোটি বেশ কয়েক শতাব্দীর পুরনো। বাংলো কিনেই নিজের রুটিনের বাইরে চলে গেছেন অক্ষয়। যেখানে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা দৈনন্দিন কাজ ছিল তার, ফাঁকি পড়েছে সেই কাজেও। তিনি যে এই মুহূর্তে জীবনটা উপভোগ করছেন, তা নিশ্চিত।
সোশ্যাল মিডিয়ায় অক্ষয় লিখেছেন, ‘সবকিছু কেমন যেন সহজভাবে এগোচ্ছে। সকালে দেরি করে উঠতে হচ্ছে। আমার বাংলোর লোকেশন এমন একটা জায়গায়, যেখানে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। ফলে ফোন কাজ করে না এখানে। সমুদ্রের বিচ এখানে খুব কাছে। আমি যেকোনো সময়েই যেতে পারি, সমুদ্রে ডুব দিতে পারি ও সূর্যাস্ত দেখতে পারি।’