খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার দুপুর ২.১৫ মিনিট নাগাদ রাজাবাজারের চালপট্টিতে বিধ্বংসী আগুন লাগে। গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দমকলে। দমকল খবর পেয়ে ১১টি ইঞ্জিন নিয়ে পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। রবিবার হওয়ায় চালপট্টিতে সেভাবে লোকজনের আনাগোণা ছিল না। তবুও এলাকাজুড়ে আতঙ্কে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে স্থানীয় বাসিন্দারাই তা নেভানোর চেষ্টা করেন। ল্যামিনেশন কারখানায় হওয়ায় রাসায়নিকে ঠাসা কারখানায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রাণহানির কোনও খবর নেই এখনও পর্যন্ত। যদিও ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। ধোঁয়া ছেয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এরপর তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দমকল সূত্রে খবর, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। আগুনের উৎসস্থল চিহ্নিত করলেও সেখান পর্যন্ত পৌঁছনো কঠিন হয়ে পড়ে। দমকলকর্মীদের সহায়তা করছেন স্থানীয় যুবকরাও। কীভাবে আগুন লাগল তা তদন্তের পরই জানা যাবে। নতুন ওই কারখানার পাশেই কাপড়ের কারখানা ছিল। ফলে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। কয়েক লক্ষ টাকার লোকসান হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু।
