আন্তর্জাতিক

বিদেশের কোথায় যেতে ভিসা লাগবে না?‌ জানুন

ব্রাজিল যেতে এবার থেকে আর ভিসা জোগাড় করার দরকার পড়বে না ভারতীয় নাগরিকদের। ভিসা জোগাড়ের ঝক্কি ছাড়াই ভারতীয়রা পাড়ি দিতে পারবেন ফুটবল সম্রাটের দেশে। এমনই খুশির খবর শুনিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বলসোনারো। ক্ষমতায় আসার পর থেকেই দেশের ভিসা নীতির উপর জোর দেন বলসোনারো। পর্যটনকে চাঙ্গা করতে বিশ্বের বেশ কিছু উন্নত দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করার বিষয়ে জোর দেন তিনি। আর সেই দেশগুলির তালিকায় ছিল ভারতও।
চীন সফরে এসেই তিনি নয়া ভিসা নীতি নিয়ে এই প্রথম কোনও ঘোষণা করলেন। ভারতের সঙ্গে চীনের নাগরিকদেরও বিনা ভিসায় ব্রাজিলে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বলসোনারো। কিন্তু কেন ভারত–চীনকে এক আসনে বসানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, আগে মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায় যুক্ত ব্যক্তিদের বিনা ভিসাতে প্রবেশের অনুমতি দেয় ব্রাজিল। পর্যটন এবং বাণিজ্যে বিদেশি বিনিয়োগ বাড়াতেই ভিসা নীতি শিথিল করছে ব্রাজিল। যদিও এই সমস্ত দেশে প্রবেশ করতে গেলে ব্রাজিলের নাগরিকদের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেনি সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসন।