লিড নিউজ

বিডিওর বাড়িতে ভয়াবহ ডাকাতি

গতকাল রাতে হাবড়ার ১ নম্বর ব্লকের বিডিওর কোয়াটারে ভয়াবহ ডাকাতি হয়। ডাকাতরা প্রায় ১ ঘণ্টা ধরে লুঠপাট চালায়। তাদের প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র ছিল বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

বিডিও শুভ্র নন্দী জানান রাত প্রায় তিনটে নাগাদ কোয়াটারের পিছন দিকের পাঁচিল টোপকে ভিতরে ঢুকে প্রথমে কোলাপসিবল গেটের তালা কাটে তারপর দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই প্রথমে তাঁরা শুভ্র বাবুর গলার কাছে ধারাল আস্ত্র ধরে সব কিছু দিয়ে দিতে বলে এমনকি না দিলে প্রাণে মারার হুমকিও দেয়। এরপর চাবি নিয়ে আলমারি খুলে নগদ দশ হাজার টাকা, মানি ব্যাগ থেকে আরও প্রায় পাঁচ হাজার টাকা এবং শুভ্র বাবুর স্ত্রীর কাছ থেকে সমস্ত গয়না ছিনিয়ে নেয়। তারপর দুজনেরই হাত ও চোখ বেঁধে সারা বাড়ি প্রায় এক ঘণ্টা ধরে তছনছ করে। ডাকাতির পর ফ্রিজ থেকে আইসক্রিম ও আপেল নিয়ে ভুরভোজ ও সারে। ডাকাতেরা সংখ্যায় ছিল পাঁচজন এবং প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। একজন বাংলায় কথা বলছিল বাকিরা হিন্দিতে। বিডিও আরও জানান,” ডাকাতরা চলে গেছে বুঝতে পেরে আমরা একজন আরেকজনের বাঁধন খুলে পুলিশকে খবর দেই, সঙ্গে সঙ্গেই হাবড়া থানার আইসি গৌতম মিত্র ঘটনাস্থলে আসেন। সকালে বারাসাতের আতিরিক্ত পুলিস সুপার ও এডিএম আসেন।”

বিডিওর বাড়ির ডাকাতির খবর ছড়িয়ে পরতেই এলাকায় উত্তেজনা দেখা যায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, ‘ বিডিওর বাড়িতে যদি ডাকাতি হতে পারে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় ?’ তাছাড়া গত কয়েকদিন আগে প্রফুল্ল নগরেও ডাকাতি হয়েছে। ফলে হাবড়ার মানুষ এখন চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছে।