‘আমার একটাই কথা মনে হয়, যে কোনও জিনিস যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে সেটায় চূড়ান্ত পদক্ষেপ নিতেই হয়। বয়ে বেড়ানো ভালো না। কোনও জিনিস যদি পচে যায়, গন্ধ বের হলে তা ফেলে দেয়াই ভালো। তবে আমি বলবো না আমাদের মধ্যে পচা গন্ধের মতো কিছু হয়েছিল, তা নয়। কিন্তু দুজনেরই মনে হয়েছিল এটা বয়ে না বেড়ানোই ভালো।’ কথাগুলো অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের। ২০১৫ সালে রাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্যার বিয়ে হয়। মুম্বাইবাসী রাজ বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বিয়ের মাত্র চার বছরের মধ্যেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। বিচ্ছেদের পর প্রথমবারের মতো অনন্যা এ নিয়ে মুখ খুললেন। বিচ্ছেদের প্রায় ২০ দিন পর বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
সম্পর্কিত খবর
মেয়ের সাফল্যে চাংকির চোখে জল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে চাংকি পাণ্ডের মেয়ে অনন্যার বলিউডে অভিষেক ঘটে