অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা ও অভিনেতা রণবীর শোরের ১০ বছরের সংসার ভেঙে যাচ্ছে। এই দম্পতি প্রায় পাঁচ বছর ধরেই নাকি আলাদা থাকছেন। অবশেষে আইন মেনে তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এরই মধ্যে রণবীর ও কঙ্কনা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। কঙ্কনা ও রণবীর উভয়েই গণমাধ্যমকে জানান, সেচ্ছায় তারা বিচ্ছেদের দিকে হাঁটছেন। কিন্তু কী কারণে দুজনের সম্পর্কে ভাঙন ধরেছে কেউই তা নিয়ে কখনও মুখ খোলেননি।
অনেক আগে কঙ্কনা একবার বলেছিলেন, ‘রণবীর ও আমি স্বেচ্ছায় আলোচনার মাধ্যমে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা বন্ধুত্ব রাখব। আর সন্তানের সঙ্গে দুজনেই যোগাযোগ রাখব।’
কঙ্কনা-রনবীর ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন। ২০১১ সালে তাদের এক পুত্রসন্তান হয়। তার নাম রাখা হয় হারুন। কিন্তু ২০১৫ সাল থেকেই তাদের সম্পর্কে ভাঙন শুরু হয়।