ব্রেকিং নিউজ

বিক্ষোভে রণক্ষেত্র বইমেলা প্রাঙ্গন

নয়া নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতা কলকাতা বইমেলায় দেখা গিয়েছে। এবারের ৪৪তম কলকাতা বইমেলায় বহু সিএএ বিরোধী তারকা মুখকেও দেখা গিয়েছে। যার মধ্যে ছিলেন স্বরা ভাস্করও। তবে শনিবার বইমেলার মতো একটি জায়গায় যা ঘটল তা এককথায় নজিরবিহীন। বইমেলায় বিজেপি নেতা রাহুল সিনহাকে বিক্ষোভ দেখাতে থাকে অতিবাম ছাত্রছাত্রীরা। পুলিশের সঙ্গে পড়ুয়াদের চলে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয়েছে ১১ জন বিক্ষোভকারীকে।
এমনকী ঘটনার জেরে বিক্ষোভকারীদের বিধাননগর উত্তর থানায় নিয়ে গেলে সেখানে এক মহিলা পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। চুলের মুঠি ধরে চড় মারা হয় বলে অভিযোগ। এদিকে শনিবার বিকেলে জনবার্তা স্টলে পৌঁছন রাহুল সিনহা। তখন স্লোগান দিচ্ছিলেন পড়ুয়ারা। এনআরসি, সিএএ বিরোধিতায় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকজন পড়ুয়া। পড়ুয়াদের অভিযোগ, বিজেপি’‌র কয়েকজন সমর্থক ধাক্কাধাক্কি করে পোস্টার ছিঁড়ে দেয়। যদিও এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ রাহুল সিনহা। বিজেপি’‌র কেউ মারমারি করেনি বলেও দাবি করেন তিনি। রাহুলবাবু বলেন, ‘‌প্রচার পেতে এসব করছে ওরা।’‌
অন্যদিকে বইমেলার অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে প্রতিবাদীরা জড় হন। তখন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্রছাত্রী এবং মানবাধিকার কর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশকে নিয়ে পরিকল্পনা করে মিছিলে হামলা চালায় বিজেপি। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বইমেলায়। একটা সময় মাইকিং করতে হয় বইমেলা কর্তৃপক্ষকে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।