লিড নিউজ

বিক্রি হতে চলেছে এয়ার ইন্ডিয়া–ভারত পেট্রোলিয়াম!‌

আগামী মার্চ মাসেই দেনার ভারে জর্জরিত রাষ্ট্রায়ত্ত দুটি সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল বিক্রি করে দিতে পারে সরকার। ঘাড়ে ৫৮ হাজার কোটি টাকার বোঝা। এই ভার আর কাঁধে নিয়ে বইতে রাজি নয় সরকার। একটি বেসরকারি সর্বভারতীয় দৈনিককে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর এই খবর নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। প্রশ্ন উঠতে শুরু করেছে এভাবে যদি একের পর এক সংস্থা বিক্রি করে দেওয়া হয়, তাতে কী দেশের অর্থনীতির হাল ফিরবে?‌
অর্থমন্ত্রী সাক্ষাৎকারে বলেছেন, ‘‌আমরা চাইছি দুটো সংস্থাই যেন এই বছরের মধ্যে বিক্রি হয়ে যায়। আসল সত্যিটা ক্রমে স্পষ্ট হবে।’‌ ৫৮ হাজার কোটি টাকা দেনার ভারে ঝুঁকে পড়া এয়ার ইন্ডিয়াকে কিনতে অনেক কোম্পানি ইচ্ছুক বলে জানান সীতারমণ। এই মাসের শুরুতেই কোম্পানির চেয়ারম্যান অনিল লোহানি কর্মীদের খোলা চিঠিতে বলেছিলেন বিলগ্নীকরণের ফলে কোম্পানির ভালই হবে। অর্থমন্ত্রী জানান, বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এয়ার ইন্ডিয়া কেনার ব্যাপারে বহু ক্রেতার আগ্রহ রয়েছে।
ভারত পেট্রোলিয়ামের মধ্যে তাদের পুরো ৫৩.‌২৯ শতাংশ শেয়ারই বিক্রি করে দেবে বলে অক্টোবর মাসেই জানিয়েছে কেন্দ্র। বিপিসিএল–এর বাজারে মূলধনের পরিমাণ ১.‌০২ লক্ষ কোটি টাকা। ৫৩ শতাংশ বিক্রির শেয়ার রয়েছে বিপিসিএল–এর। ওই ৫৩.২৯ শতাংশ শেয়ার বিক্রি করে সরকারের ঘরে আসতে পারে ৬৫ হাজার কোটি টাকা।