ব্রেকিং নিউজ

বিক্রম অক্ষত, তবে বাঁকা

বাঁকা হোক তবু আমার!‌ এমনই অবস্থা এখন চাঁদের বুকে থাকা বিক্রমের। কারণ সেটি বেঁকে আছে বলে সোমবার জানিয়ে দিয়েছে ইসরো। বিক্রমের সঙ্গে ফের যোগাযোগ স্থাপনের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টার কথা জানালেন ইসরোর এক আধিকারিক।
সংবাদসংস্থা পিটিআইকে দেওযা বিবৃতিতে এক ইসরো আধিকারিক জানান, চাঁদের বুকে অক্ষত রয়েছে বিক্রম। চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে চন্দ্রযান–২–এর ল্যান্ডার। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের। তবে এই ঝাঁকুনির ফলে টুকরো টুকরো হয়ে যায়নি। অরবিটারের পাঠানো ছবি দেখে বিক্রম যে অক্ষত রয়েছে তা বোঝা যাচ্ছে বলে জানান ইসরোর আধিকারিক। যে নির্দিষ্ট জায়গায় বিক্রমের নামার কথা ছিল, তার খুবই কাছে নেমেছে বিক্রম।
তবে যোগাযোগ স্থাপন হলেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ জানা যাবে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ঠিক কী ঘটেছিল ল্যান্ডিংয়ের সময়ে তাও জানা যাবে। রবিবার ডঃ শিবন জানিয়েছেন, শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপিত করা যাবে বলে মনে করা হচ্ছে। প্রতিটা অংশ যদি সঠিকভাবে কাজ করে এবং অ্যান্টেনা গ্রাউন্ড স্টেশন বা অরবিটারের দিকে মুখ করে থাকে, তাহলেই ফের যোগাযোগ স্থাপন সম্ভব। তবে বিজ্ঞানীরা এখনই আশা ছাড়তে রাজি নন।