বিনোদন

বাড়ি ফিরলেন শাবানা আজমি

টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি বাড়ি ফিরলেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে তিনি ছাড়পত্র পান। বাড়ি ফিরলেও চিকিৎসকরা এখনও তাকে সম্পূর্ণ সুস্থ বলতে নারাজ। চিকিৎসকরা অভিনেত্রীকে এখনও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শাবানা আজমিকে বহনকারী গাড়িটা গত ১৮ জানুয়ারি মুম্বাই-পুনে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শাবানা আজমিকে দ্রুত মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

শাবানা আজমির গাড়িতে এয়ারব্যাগ থাকায় তিনি ও তার স্বামী জাভেদ আখতার খুব বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগায় তাদের গাড়ি দুমড়ে মুচড়ে যায়।