বাংলাদেশ

বানরের আক্রমণে আহত ৭

বাংলাদেশে বানরের আক্রমণে ৭ ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত দুই মাস ধরে বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। দৈনিক সমকাল সূত্রে জানা যায়, গত শনিবার ভোররাতে বানরের আক্রমণে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন। এছাড়া গত দুই মাসে শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের কনস্টেবল মাসুদ আহমদ, ইউনিয়নের সায়পুর গ্রামের বাসিন্দা মাতাবুর রহমান ও আমান আহমদ, রাজপুর গ্রামের আব্দুল কুদ্দুস, পূর্ব দৌলতপুর গ্রামের ছুরতুন বেগম নামের এক নারী এবং স্টেশনবাজার এলাকার সুলেমান আহমদসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, বেশ কয়েকজন ব্যাক্তি বানরের হামলায় আহত হয়েছেন। মানুষের ঘরে ঢুকে বানর রান্না করা খাবার নিয়ে যাচ্ছে। ফসল নষ্ট করে দিচ্ছে। মহিলা ও বাচ্চারা আতঙ্কে আছেন। বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ‘স্থানীয়ভাবে আমরা খবর পেয়েছি। আমাদের অফিসে বানর ধরার কোনো যন্ত্রপাতি নেই। বিষয়টি মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি অবগত করেছি।’