লাইফস্টাইল

বাজার করুন সাবধানে

করোনা সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন। তারপরও অনেককে বাজার করতে বের হতে হচ্ছে। সেক্ষেত্রে বাজারে বা দোকানে গেলে কিছু বিষয় মেনে চলা ভালো।

১. যেসব দোকানে খুব ভিড় সেখানে দাঁড়াবেন না। প্রয়োজনে ফাঁকা দোকানে যান।

২. বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

৩. বাজার করে ফেরার পর ভালো করে ধুয়ে নিন সব।

৪. যে কোনও জিনিস কেনার আগে মেয়াদত্তীর্ণের তারিখ দেখে কিনুন। কারণ এ সময় দোকান-বাজারে স্বাভাবিক দিনের মতো পণ্য এসে নাও পৌঁছতে পারে। তাই এ ব্যাপারে সচেতন থাকুন।

৫. দোকানে অহেতুক সময় নষ্ট করবেন না । যত দ্রুত সম্ভব কাজ সেরে বাড়ি ফিরুন।

৬.বাজার থেকে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ভালোকরে সাবান দিয়ে স্নান করুন। বাইরে ব্যবহৃত পোশাক-জুতো পরিষ্কার করে ফেলুন।

৭. কয়েকদিনের বাজার একসঙ্গে করে রাখুন।