আন্তর্জাতিক

বাগদাদির ওপর নজরদারি : গুপ্তচর পাচ্ছে ২৫ মিলিয়ন ডলার

আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতে গুপ্তচর নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। আর সেই গুপ্তচরের সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করেই সিরিয়ায় অভিযান চালানো হয়। এবার গুপ্তচরবৃত্তির পুরস্কারও পেতে চলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাবেন সেই গুপ্তচর!ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদির চলাফেরা ও কার্যক্রমের ওপর নজর রাখার জন্য আইএসের এক সদস্যকেই গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই গুপ্তচর বাগদাদির চলাফেরা সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্য সরবরাহ করেছেন মার্কিন কর্মকর্তাদের কাছে। এমনকি বাগদাদির গোপন আশ্রয়স্থলের নিখুঁত তথ্যও পাচার করেছেন তিনি। সেসব তথ্য বিশ্লেষণ করেই গত শনিবার সিরিয়ায় বাগদাদির বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অতর্কিত সেই অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সেই গুপ্তচর একজন সুন্নি আরব। আইএসের হাতে নিজের পরিবারের কিছু সদস্যের প্রাণহানি হওয়ায় তিনি আইএসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি শুরু করেন। এর আগে বাগদাদির মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।