ব্রেকিং নিউজ

বাংলার রূপকারের মূর্তি ভেঙে চুরি!‌

তাঁকে ডাকা হয় বাংলার রূপকার বলে। আর সেই রূপকারের মূর্তিও এবার ভেঙে চুরি হয়ে গেল খোদ বাংলাতেই। বেনজির এই ঘটনায় মাথা হেঁট হয়ে গেল রাজ্যের বলে মনে করা হচ্ছে। কলকাতার পর এবার পশ্চিম বর্ধমানের মানকর। রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মানকরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা।
রবিবার সকালে সকলের নজর পড়তেই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী চুরি করে নিয়ে যাওয়া হয়েছে মূর্তির একাংশ। ঘটনার পরই আসরে নেমেছে কংগ্রেসও। শনিবারই বিজেপি আন্দোলনের নামে তাণ্ডব চালিয়েছিল কলকাতার কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। সেখানেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঠিক তার পরেই জেলায় একই ঘটনা গেরুয়া শিবিরের দিকে আঙুল উঠতে শুরু করেছে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মূর্তি ভাঙার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা মানকরে পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর, মানকর স্টেশনের কাছে দীর্ঘদিন ধরেই বসানো ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি। রবিবার সকালে দেখা যায় সেই মূর্তি উধাও। কেউ বা কারা মূ্র্তি ভেঙে নিয়ে গিয়েছে। বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, রাজ্যজুড়ে এক সাম্প্রদায়িক শক্তি বাঙালি মনীষীদের মূর্তি ভাঙছে। ভিন রাজ্যেও বাঙালি মনীষীদের মূর্তি ভাঙা হচ্ছে। এই সংস্কৃতি বাংলায় ছিল না। এক সাম্প্রদায়িক শক্তির হাত ধরে এই অপসংস্কৃতি বাংলায় এসেছে। প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তাঁরা। এবিষয়ে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।