দেশ বাংলাদেশ

বাংলাদেশ–সহ ১৭ দেশের প্রতিনিধি কাশ্মীর সফরে

২০১৯ সালের অক্টোবরে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল জম্মু–কাশ্মীর সফরে গিয়েছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল। ওই সফরের মাস তিনেক পর ফের কাশ্মীরে পা রাখছেন বিদেশি প্রতিনিধিরা। জম্মু–কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বিশ্বের ১৭টি দেশের প্রতিনিধি বৃহস্পতিবার কাশ্মীর সফরে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পর্যবেক্ষণ করবেন সেখানকার নিরাপত্তাও।
জানা গিয়েছে, শ্রীনগর থেকে তাঁরা যাবেন জম্মুতে। জম্মু–কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে উপ–রাজ্যপাল গিরিশ মুর্মুর সঙ্গেও বৈঠক করবেন তাঁরা। এই প্রতিনিধি দলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, উজবেকিস্তান, গায়ানা, ব্রাজিল, নাইজেরিয়া, নাইজার, আর্জেন্তিনা, ফিলিপিন্স, নরওয়ে, মরক্কো, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ এবং পেরুর প্রতিনিধিরা।
কাশ্মীরে বিভিন্ন নিষেধাজ্ঞা আর কড়াকড়ি এখনও বহাল রয়েছে। এই পরিস্থিতি নিয়ে অনেক বিদেশি রাষ্ট্রও চিন্তাপ্রকাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ভাল প্রমাণ করার জন্যই এই সফরের আয়োজন করা হয়েছে।