বাংলাদেশ যাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ করেছেন তাঁকে বলে খবর। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের বিষয়ে নিশ্চিত করেছেন সোনিয়া।
ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারপর সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেন তিনি। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে বলে খবর।
ভারত–বাংলাদেশের মধ্যে বন্দরের ব্যবহার, জলবণ্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলীয় অঞ্চলে নজরদারির বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রী মধ্যে। সেদিন ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনটি প্রকল্পের সূচনা করেন ভারত– বাংলাদেশের প্রধানমন্ত্রী।