সব ঠিক থাকলে মার্চ মাসে একইসঙ্গে বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী–মমতা। আমন্ত্রণ জানানো হয়েছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদেরও। আর আমন্ত্রণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গিয়েছে, ১৬ মার্চ ঢাকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি নরেন্দ্র মোদী। ১৭ মার্চ শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বিধানসভা ভবনে জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। প্রোটোকল মেনে বিদেশমন্ত্রকে যাওয়ার প্রস্তাবও তিনি পাঠিয়েছেন।
মুখ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, হাসিনার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। অনুষ্ঠান সোনিয়া গান্ধীর আমন্ত্রণের কথাও তিনি শুনেছেন। বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারের মধ্যে গভীর সম্পর্ক মুক্তি যুদ্ধের সময় থেকেই।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে আর যাঁরা ঢাকা যাওয়ার তালিকায় রয়েছেন— প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও রাজ্যের বেশ কয়েকজন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীও রয়েছেন সেই তালিকায়।