খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে ভারত

বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট প্রত্যাহারের পর শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে ভারত। টেস্টের জন্য বিরাট কোহলিসহ পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড, যে দলটি দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে। অন্যদিকে টি-টোয়েন্টির জন্য ঘোষিত ভারতীয় দলে বিরাট কোহলি নেই, সে দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি স্কোয়াডে কোহলি ছাড়াও জায়গা পাননি এম এস ধোনিও। এই দলে নতুন মুখ হচ্ছেন শিভাম দুবে, যিনি মুম্বাইয়ের ক্রিকেটার। বাংলাদেশ ও ভারত ৩ থেকে ১০ই নভেম্বরের মধ্যে দিল্লি, রাজকোট ও নাগপুরে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, কুণাল পান্ডে যজুবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে, শার্দুল ঠাকুর।

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমান বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল এবং ঋষভ পন্ত ।