প্রায় দু’দশক পর রায় এল। ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এক সমাবেশে বিস্ফোরণের মামলায় হরকাতুল জিহাদের (হুজি) ১০ জঙ্গির বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করল বাংলাদেশের আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা আদালত এই রায় ঘোষণা করেছে। তবে প্রমাণের অভাবে ২ অভিযুক্তকে বেকসুর খালাসও করা হয়েছে।
জানা গিয়েছে, ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবি’র সমাবেশে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় ৫ জন প্রাণ হারান। নিষিদ্ধ সংগঠন হুজি এই হামলায় জড়িত বলে পরে জানা যায়। তখন বাংলাদেশে শাসন ক্ষমতায় ছিল বিএনপি–জামাত জোট। ওই ঘটনায় সিপিবি’র তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
আদালত সূত্রে খবর, দীর্ঘ ১৯ বছর পরে এদিন আদালত মামলার রায় ঘোষণা হল। সিপিবিকে ‘নিশ্চিহ্ন’ করতে জঙ্গিরা ওই হামলা চালিয়েছিল বলে বিচারক রবিউল আলম তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে এই হামলায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়েছে বলে বিচারক তাঁর রায়ে জানান। মামলার ১২ আসামির মধ্যে ১০ জনের সর্বোচ্চ সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।