বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আরও তিনজন এই মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এখানে মৃত্যু হয়েছে দু’জনের। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ জুড়ে লকডাউনের পক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
এই অবস্থায় বিভিন্ন দপ্তরে উপস্থিতির সংখ্যা কমতে শুরু করেছে। বন্ধ হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে যাচ্ছেন না। খেটে খাওয়া মানুষের দুর্গতি বেড়ে গিয়েছে। তারই মধ্যে বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন বিদেশ থেকে এসেছেন। গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
