লাইফস্টাইল

বসন্ত এবং ভালোবাসার সাজ

বসন্ত এবং ভালোবাসা দিবস দোরগোড়ায়। বসন্তে প্রকৃতিতে ফুলেল আবহের প্রাধান্য থাকে। শীতের বৈরী ভাব চলে যেতে থাকে এবং প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে। তাই আমাদের সাজেও থাকে প্রকৃতির ছোঁয়া। প্রকৃতির উপাদানগুলোই বসন্ত বা ভালোবাসা দিবসের সাজের প্রধান অনুষঙ্গ হতে পারে। রঙিন ফুল ও পাতার ব্যবহার বসন্ত ও ভালোবাসা দিবসকে করবে আরও রঙিন। বসন্তবরণে চুলের সাজে ফুল তো থাকবেই। এছাড়া বাঙালি সাজের কিছু চিরচেনা বৈশিষ্ট্যও থাকবে। এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চোখে কাজল, হাতে রেশমি চুড়ি, কপালে টিপ আর খোঁপায় গোঁজা রঙিন ফুলের মালা। শাড়ি বা সালোয়ার, কুর্তি সব ধরনের পোশাকের সঙ্গেই এই সাজ সহজেই মানিয়ে যাবে। তবে হলুদ, কমলা আর লাল রঙের শাড়ির সঙ্গে খোঁপাভরা ফুল বা গলায় হাতে ফুলের মালাই যেন ফাল্গুনের প্রকৃত রূপ।

 

দিনের সাজে হালকা মেকআপ মানানসই আর রাতের সাজ কিছুটা গাঢ় হতে পারে। দিনের বেলায় ড্রাই মেকআপ হলেও রাতের সাজে চোখ হতে পারে স্মোকি বা গ্লিটারি। লিপস্টিক হবে হালকা কোনো রঙের। চোখের মেপআপ জাঁকজমকপূর্ণ হলেও লিপস্টিকের রঙে প্রাকৃতিক ছোঁয়া ভালো লাগবে। আর হাতে কাচের রেশমি চুড়ির সঙ্গে কপালে ছোট লাল বা কমলা টিপ —ব্যস, হয়ে যাবে বসন্তবরণের সাজ।