‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন জঙ্গল গেল ১৫ আগস্ট থেকে জ্বলছে । এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে আমাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। আমাজন বনাঞ্চলের বলিভিয়ার অংশেও এখন আগুন জ্বলছে। ইতিমধ্যে দেশটির ১৮ লাখ একর বা সাত হাজার ২৮৪ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। এসব অগ্নিকাণ্ডের জন্য অনিয়ন্ত্রিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা।
দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস জানিয়েছেন, চার হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবক অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের মাতৃ গ্রহের চেয়ে মূল্যবান আর কিছুই নেই; আমাদের ছাড়া সে টিকে থাকতে পারে কিন্তু আমরা তাকে ছাড়া টিকে থাকতে পারবো না। লা চিকুইতানিয়া অঞ্চলে আগুনের ক্ষয়ক্ষতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ: আমাদের পরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বিআইএ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে রবিবার পুনর্নিবাচনের প্রচারণা বাতিল করেন প্রেসিডেন্ট।
বলিভিয়াসহ লাতিন আমেরিকার আটটি দেশ জুড়ে বিস্তৃত আমাজন। যদিও এর বেশিরভাগ অংশই পড়েছে ব্রাজিলে। এই বনাঞ্চল বিশ্বের মোট ২০ শতাংশ অক্সিজেনের যোগান দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকরা রাখে।