প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য বলিউড থেকে একটি বড় চমক। নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। খবর সত্যি হলে এটি হবে প্রসেনজিৎ অভিনীত বলিউডের প্রথম ওয়েব সিরিজ।
বলিউড সূত্রে খবর, পরিচালক বিক্রমাদিত্য ‘স্টারডাস্ট’ নামে নতুন একটি ওয়েব সিরিজ আনছেন। সেখানে প্রসেনজিৎকে মুখ্য চরিত্রে দেখা যাবে। সিনে দুনিয়ায় দুই বিখ্যাত তারকা রাজ কাপুর ও অশোক কুমারের জীবনীর উপর নির্মিত হবে এই ওয়েব সিরিজ। ‘স্টারডাস্ট’-এর শুটিং হবে মুম্বাই ও কলকাতা শহরে। এই ওয়েব সিরিজের যাবতীয় কাজ চূড়ান্ত করতেই প্রসেনজিৎ কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলেন। এবার শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।