তারকাদের প্রেম নিয়ে চর্চা বলিউডে নতুন কিছু নয়। প্রতিনিয়ত চাউর হতে থাকে নানা গুঞ্জন। অনেক সময় সেই গুঞ্জন সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
অভিনেতা বরুণ ধাওয়ান ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে প্রেম করছেন। বিষয়টি এই অভিনেতা স্বীকারও করেছেন। এমনকি তারা বিয়ে করবেন বলেও জানিয়েছেন। কিন্তু কবে নাগাদ তারা বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখনো। তবে থেমে নেই বরুণ-নাতাশার বিয়ের গুঞ্জন। প্রায়ই তাদের বিয়ে নিয়ে চাউর হচ্ছে নানা খবর। সম্প্রতি শোনা যায়, আগামী মে মাসে এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
ছেলের বিয়ে অথচ জানেন না বাবা! বরুণের বিয়ের গুঞ্জন তার বাবা ডেভিড ধাওয়ান উড়িয়ে দিয়েছেন। বলিউডের এই জনপ্রিয় নির্মাতা বলেন, আর না! আরো কতবার ছেলের বিয়ের তারিখ ও ভেন্যুর গুঞ্জন শুনব। প্রত্যেক সপ্তাহেই আমাকে শুনতে হয় বরুণের বিয়ের খবর। মিডিয়া আমার চেয়ে এই বিষয়ে বেশি খোঁজ রাখে। তিনি আরো বলেন, সম্প্রতি যে তারিখ ও ভেন্যুর কথা বলা হয়েছে তা একদমই সত্য নয়। যখন বরুণ বিয়ে করবে আমি জানাব। যা পড়ছেন বিশ্বাস করবেন না। বরুণের বিয়ে হলে আমি ও আমার স্ত্রী খুশিই হবো।